জাতীয়
ঈদের পরে হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

ঈদের পরে আবারো হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় সারাদেশে উনিশ’ উনত্রিশ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
হাসপাতালগুলোতে উদ্বিগ্ন স্বজনেরা। শিশুরা সহজেই আক্রান্ত হচ্ছে। বাসায় মশার ব্যাপারে সচেতন থাকলেও স্কুলে বা কোচিং এ লক্ষ্য রাখা সম্ভব হচ্ছে না। তাই এডিস মশা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত স্কুলগুলো বন্ধ রাখার দাবি জানিয়েছেন অভিবাবকেরা।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে হাসপাতালে ভর্তি হওয়া ৮৩ ভাগ রোগীই সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন।