ইরান-ইসরায়েল যুদ্ধ শুরু, চলছে হামলা পাল্টা হামলা

অবশেষে নানা তর্জন-গর্জনের পর ইরান-ইসরায়েল যুদ্ধের দামামা বেজে উঠেছে। শুক্রবার (১৩ জুন) তিন শতাধিকবার হামলা চালিয়ে ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা করতে সক্ষম হয়েছে ইসরায়েল। পাল্টা হামলা হিসেবে দুই শতাধিক ড্রোন ও ক্রুজ ক্ষেপনাস্ত্র ছুড়েছে ইরান। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার জানা যায়নি।
এদিকে ইরানে চালানো ইসরায়েলি হামলার কঠোর শাস্তির মাধ্যমে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এনবিসিতে শুক্রবার (১৩ জুন) প্রকাশিত প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।
ইরানে ইসরায়েলি হামলা শুরুর কয়েক ঘণ্টা পর দেওয়া এক বিবৃতিতে খামেনি বলেন, ‘ইসরায়েলি শাসনব্যবস্থাকে এখন কঠোর শাস্তির জন্য অপেক্ষায় থাকতে হবে।’
এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী ইরানে শুক্রবার (১৩ জুন) তিন শতাধিকবার হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানের সেনাবাহিনী প্রধান মোহাম্মদ বাঘেরি ও দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি নিহত হয়েছেন।
আরও নিহত হয়েছেন দেশটির সাবেক পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ফেরেদৌউন আব্বাসি। নিহত হয়েছেন, মেজর জেনারেল ঘোলাম আলি ও আজাদ ইউনিভার্সিটির প্রধান মোহাম্মদ মেহেদি তেহরানিচি।
সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকেও হত্যা চেষ্টা হয়েছে। তিনি অক্ষত থাকলেও আহত হয়েছিলেন তার জ্যেষ্ঠ উপদেষ্টা আলি শামিখানি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছিল। তবে নিউ ইয়র্ক টাইমস বলছে, আলি শামিখানি নিহত হয়েছেন।
>> ইরানে ইসরায়েলি হামলার শঙ্কা, সতর্ক যুক্তরাষ্ট্র
শুক্রবার (১৩ জুন) ভোর রাতে ইরানের রাজধানী তেহরানসহ একাধিক স্থানে হামলা চালায় ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবর, তেহরানে ইসলামিক রেভল্যুশনারি গার্ডের (বিপ্লবী গার্ড) সদর দপ্তরে হামলা হয়েছে।
ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন ও সংবাদ সংস্থাগুলো আনুষ্ঠানিকভাবে হোসেইন সালামির মৃত্যুর খবর নিশ্চিত করে জানায়, তেহরানে আইআরজিসি’র সদর দপ্তরে হামলার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন।
ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি হামলায় ইরানি জ্যেষ্ঠ দুই পরমাণুবিজ্ঞানী নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে নিহত দুই বিজ্ঞানীর নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন, ফারেদুন আব্বাসি এবং মোহাম্মদ মেহদি তেহরানচি।
ফারেদুন আব্বাসি ইরানের আণবিক শক্তি সংস্থা (এইওআই)-এর সাবেক প্রধান। ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোর দেখভাল করে থাকে এইওআই। ২০১০ সালে তেহরানের একটি সড়কে তাকে হত্যার চেষ্টা করা হয়। তখন প্রাণে বেঁচে যান তিনি।
নিহত আরেক বিজ্ঞানী মোহাম্মদ মেহদি তেহরানচি তেহরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ছিলেন।
এদিকে হোসেইন সালামি ২০১৯ সাল থেকে বিপ্লবী গার্ডস বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং ইরানের পরমাণু ও সামরিক কৌশল নির্ধারণে ছিলেন অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার নেতৃত্বেই ইরান আঞ্চলিক প্রভাব বিস্তারে একাধিক সামরিক কার্যক্রম চালিয়ে এসেছে, বিশেষত ইরাক, সিরিয়া ও লেবাননে।
এই ঘটনায় ইরানজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দেশটির সেনাবাহিনী ও রেভল্যুশনারি গার্ডস এরই মধ্যে তার মৃত্যু নিশ্চিত করে প্রতিশোধের হুমকি দিয়েছে। শুক্রবার (১৩ জুন) ইসরায়েলের ওপর পাল্টা হামলা হিসেবে অন্তত দুই শতাধিক ড্রোন ছুড়েছে ইরান। পরে ক্রুজ ক্ষেপনাস্ত্র হামলাও করেছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস মূলত একটি সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি যা দেশটির ইসলামি শাসন ব্যবস্থার প্রতি ভেতর ও বাইরে থেকে আসা যে কোনো হুমকিকে প্রতিরোধে কাজ করে।
বিবিসি বলছে, আইআরজিসি ইরানের সশস্ত্র বাহিনীর একটি শক্তিশালী শাখা, যার রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক প্রভাব দেশটির ভেতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গার্ডস বাহিনী বিশেষত ইরানের পরমাণু কর্মসূচি এবং আঞ্চলিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তেহরান থেকে প্রায় ২২৫ কিলোমিটার দক্ষিণে নাতাঞ্জ শহরে অবস্থিত দেশটির প্রধান পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলা চালিয়েছে তার দেশ।
ইরানের যেসব বিজ্ঞানী দেশটির জন্য (পারমাণবিক) বোমা তৈরির কাজে যুক্ত ছিলেন, তাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়। তিনি বলেন, যতদিন প্রয়োজন, ততদিন এমন হামলা চলবে।
এর আগে ২০২১ সালের এপ্রিলে একই স্থাপনায় সাইবার হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছিল ইরান।
এদিকে ইরানের সংবাদমাধ্যমগুলো বলছে, তেহরানজুড়ে ছয় থেকে নয়টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলা হয়েছে আবাসিক ভবনেও। আল-জাজিরার প্রতিবেদনের তথ্য, তেহরানের উত্তর-পূর্বাঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তজ বলেছেন, ইরানে ‘আগাম প্রতিরোধমূলক’ হামলা চালিয়েছে তার দেশ। ইতোমধ্যে, ইসরায়েলজুড়ে ‘বিশেষ জরুরি অবস্থা’ জারির ঘোষণা দিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার।