আন্তর্জাতিক

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিতে গাজাকেও অন্তর্ভুক্ত করার দাবি

ইরান-ইসরায়েল সংঘাতে যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের রামাল্লাভিত্তিক কর্তৃপক্ষ। সেই সঙ্গে, গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসন থামানোরও দাবি জানিয়েছে তারা।

মঙ্গলবার (২৪ জুন) এক বিবৃতিতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দপ্তর জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি চুক্তির ঘোষণাকে আমরা স্বাগত জানাই। তবে এ পদক্ষেপ পূর্ণতা পাবে তখনই, যখন এর আওতায় গাজা উপত্যকাও চলে আসবে।

গাজায় নিহতের সংখ্যা ৫৬ হাজার ছাড়ালো

 

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৭৯ জন ফিলিস্তিনিকে নিহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ৭৭ জনে। আহত হয়েছেন আরও ১ লাখ ৩১ হাজার ৮৪৮ জন।

গত মার্চে গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে ইসরায়েল অন্তত ৫ হাজার ৭৫৯ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এ সময়ে আহত হয়েছে আরও ১৯ হাজার ৮০৭ জন।

সূত্র: আল-জাজিরা

Related Articles

Leave a Reply

Back to top button