আন্তর্জাতিক

ইউরোপে শক্তিশালী সিয়ারা ঝড়, নিহত ৭

ইউরোপে শক্তিশালী সিয়ারা ঝড় ও প্রবল বৃষ্টিতে অন্তত ৭ জন নিহত হয়েছে। এর মধ্যে পোলান্ডে ২ জন, সুইডেনে ২ জন, স্লোভেনিয়াতে ১ জন, উত্তর ইংল্যান্ডে ১ জন, জার্মানিতে ১ জন।

এর আগে রবিবার প্রথমে ঝড়টি ব্রিটেন ও আয়ারল্যান্ডে শক্তিশালী আঘাত হানে। এতে ওই অঞ্চলে কয়েক হাজার বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে উত্তর-পশ্চিম ইউরোপজুড়ে শক্তিশালী ‘সিয়ারা ঝড়ের’ আঘাতে সোমবার কয়েকশো ফ্লাইট ও ট্রেন সেবা বাতিল করা হয়েছে।

রবিবার ঝড়টি ব্রিটেনে আঘাতের পর দেশটির উত্তরের বিস্তীর্ণ অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। একই সাথে দেশটির মেটেরলোজিকাল অফিস আরও শক্তিশালী ঝড়, বাতাস, ভারী বৃষি ও তুষারপাতের বিষয়ে সতর্ক করেছে।

সিয়ারা ঝড়ে প্রচণ্ড বৃষ্টি ও বাতাসের বেগের কারণে ব্রিটেনজুড়ে বিমান, ট্রেন এবং ফেরি সেবা বাতিল অথবা দেরি করে ছাড়া হয়েছে। উত্তর-পশ্চিম ওয়েলসের অ্যাবারডারোন গ্রামে বাতাসের গিত ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ কিলোমিটার (৯৩ মাইল) রেকর্ড করা হয়েছে। এছাড়া উত্তর-পশ্চিম ইংল্যান্ডের স্লেডেল রিজার্ভয়ার এলাকায় ২৪ ঘণ্টায় ১৫৯ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে, যেখানে একটি জাতীয় উদ্যান ও অসংখ্য রয়েছে। বৃষ্টিতে সেগুলো ভরাট হয়ে যাওয়ায় দেশটির উত্তরের বিস্তীর্ণ অঞ্চলে বন্যা দেখা দিয়েছে।

উত্তর ফ্রান্সের উপকূলীয় এলাকায় ‘কমলা’ (জরুরি) সতর্কতা জারি করা হয়েছে। সম্ভাব্য ঝড় থেকে বাঁচতে জনসাধারণকে উপকূলীয় এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে।

আয়ার‌ল্যান্ডের উপকূলীয় এলাকাজুড়ে ‘কমলা’ (জরুরি) সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া প্রায় ১০ হাজার বাড়ি, খামার ও ব্যবসাকেন্দ্র বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।

ঝড়ের কারণে বেলজিয়ামেও ‘কমলা’ (জরুরি) সতর্কতা জারি করা হয়েছে। প্রায় ৬০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। রাস্তায় গাছ পড়ে যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয় নেমে এসেছে। কিছু ভবন ক্ষতিগ্রস্ত হলেও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

দেশটির সমুদ্র উপকূলীয় পুরো এলাকার সকল বায়ুশক্তি উৎপাদন কেন্দ্রগুলি বন্ধ রয়েছে। নিরপত্তার কারণে টারবাইনগুলি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাওয়ায় এমনটা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Back to top button