Leadরাজকূট

আসিফ, মাহফুজ, খলিলুরের পদত্যাগ দাবি বিএনপির

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে স্থানীয় সরকার, পল্লী ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগ চেয়েছে বিএনপি।

শনিবার (২৪ মে) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকার প্রধানের সঙ্গে বৈঠক শেষে বের হয়ে দলটির এই দাবির কথা তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদের খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে আরও তিন সদস্য আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমদ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢোকেন। রাত সাড়ে আটটা পর তারা বের হয়ে আসেন। সেখানে সংবাদকর্মীরা আগে থেকেই অপেক্ষা করে ছিলেন।

খন্দকার মোশারফ বলেন, “মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের আমন্ত্রণ করেছিলেন। আমরা চারজন এসেছিলাম। আমাদেরকে আলোচনার বিষয়বস্তু আগে জানানো হয়নি। বর্তমান রাজনৈতিক পরিপ্রেক্ষিতে আমরা যা আন্দাজ করতে পেরেছিলাম, তার উপর ভিত্তি করে আমরা একটা লিখিত বক্তব্য নিয়ে এসেছিলাম। আমরা সেটি প্রধান উপদেষ্টার সমীপে পেশ করেছি। এবং সেই ভিত্তিতে আমরা আলোচনা করেছি।”

সাংবাদিকদের কাছে প্রধান উপদেষ্টার কাছে বিএনপির তোলা দাবি তুলে ধরেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। বিএনপি কী কী দাবি করেছে, সেটি পয়েন্ট আকারে তুলে ধরেন বিএনপির সবশেষ সরকারের আমলের স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, “বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের লক্ষ্যে বিএনপি প্রথম থেকেই একটি সুস্পষ্ট জাতীয় নির্বাচনি রোডম্যাপ দাবি করে আসছে। আপনারা জানেন আমরা এটি প্রকাশ্যে দাবি করে আসছি।

“সুষ্ঠু নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে ‘বিতর্কিত উপদেষ্টাদের’ বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছি।

“বিএনপির প্রতিটি নেতাকর্মী পারিবারিক, রাজনৈতিক ও ব্যাক্তিগতভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগ আমলে। সেজন্য আওয়ামী লীগের বিচারের দাবি সবচেয়ে বেশি বিএনপির। এই বিচারপ্রক্রিয়া কোনোভাবে অসম্পন্ন থেকে গেলে বিএনপি সরকারের দায়িত্বে যখন যাবে তখন বিচারের আওতায় এনে তা স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে পরিপূর্ণভাবে সম্পন্ন করবে।

খন্দকার মোশাররফ বলেন, “বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে অন্তবর্তীকালীন সরকারের মূল দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতন্ত্র উত্তরণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা। যে কোনো উছিলায় নির্বাচন যত বিলম্ব করা হবে আমরা মনে করি জাতির কাছে আবার স্বৈরাচার পুনরায় ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হবে। এর দায় দায়িত্ব বর্তমান সরকার এবং তাদের সাথে সংশ্লিষ্টদের উপরে বর্তাবে।”

বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে বলা হয়, দলটি কখনও তার পদত্যাগ চায়নি, বরঞ্চ প্রথম দিন থেকেই এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে।

এক প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “ডিসেম্বরের আগে নির্বাচনের আশ্বাস না দিলেও, ডিসেম্বরের আগে যে নির্বাচন হতে পারে সেই আলোচনা হয়েছে আজকে।”

বৃহস্পতিবার (২২ মে) সকালে সামাজিক মাধ্যমে আলোচিত বিভিন্ন আইডি থেকে ‘নিশ্চিত’ তথ্য বলে ছড়ানো হয় যে, প্রধান উপদেষ্টা সরে যেতে চাইছেন। পরে সন্ধ্যায় গণঅভ্যুত্থানের নেতাদের দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে ইউনূসের সঙ্গে এক ঘণ্টার বৈঠক শেষে এই গুঞ্জন যে সত্য, তা প্রমাণ হয়।

দুই নেতা সেই বৈঠকে গিয়েছিলেন প্রধান উপদেষ্টাকে পদত্যাগ না করার অনুরোধ করতে। শুরুতে সংবাদ মাধ্যমকে দুই পক্ষ থেকেই নাম প্রকাশ না করে বক্তব্য দেওয়া হয়। পরে বিবিসি বাংলায় দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলামই নিজেই বলেন সব কিছু।

পরে জানা যায়, উপদেষ্টা পরিষদের নির্ধারিত বৈঠক শেষে উপদেষ্টারা নিজেরাও এ নিয়ে দীর্ঘ কথা বলেছেন। সেই বৈঠকের বরাত দিয়ে সংবাদ মাধ্যমে নানা কিছু এসেছে। কিন্তু কোন বিষয়ে সরকার কাজ করতে পারছে না, সেই বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য আসেনি।

সেদিন জামায়াতের আমির শফিকুর রহমান প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠকে বসার আহ্বান জানান। শনিবার সরকার প্রধান এই ডাকে সাড়া দেন। রবিবার বিভিন্ন দলকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়।

Related Articles

Leave a Reply

Back to top button