আসন্ন নির্বাচনে ভোট গ্রহণের সময় বাড়ানোর পরিকল্পনা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোট গ্রহণের সময় এক ঘন্টা বাড়ানো হয়েছে। এবার এক ই দিনে সংসদ নির্বাচন ও গন ভোট হবে।এ কারণে ভোট গ্রহণের সময় বাড়ানোর কথা চিন্তা করা হয়েছে। আগামী রবিবার ইসির বৈঠকে ভোট গ্রহণের সময় বাড়ানো ও নির্বাচন তফসিল ঘোষণার সিদ্ধান্ত চূড়ান্ত করা হতেপারে।
আগামী সপ্তাহেই নির্বাচন তফসিল ঘোষণার চিন্তা রয়েছে ইসির।
ইতিমধ্যে অন্তবর্তী সরকার ঘোষণা করেছে , আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে এক ই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গনভোট হবে। প্রধান নির্বাচন কমিশনার ( সিইসি) এ এম নাসির উদ্দিন বলেছেন ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হতে পারে।
ইসি সূত্র জানায় নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি মোটামুটি শেষ।৭ থেকে ১১ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করার চিন্তা রয়েছে।ইসি আগেই বলেছে, এবার তফসিল ঘোষনার দিন থেকে ভোটের দিনের মধ্যে কম বেশি দুই মাস সময় রাখা হবে। সেক্ষেত্রে আগামী ফেব্রুয়ারির ৫ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে ভোট হতে পারে।
সাধারণত সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা ভোট গ্রহন চলবে। ফেব্রুয়ারিতে আবহাওয়া কেমন থাকতে পারে , সেটাও বিবেচনায় নেয়া হবে।
ফেব্রুয়ারিতে শীতের সময় দিনের আলো থাকে কম। সকালে অনেক জায়গায় ঘন কুয়াশা থাকে। সকালে এক ঘন্টা আগে ভোট গ্রহন শুরু হলে বেশি সকাল হয়ে যায়। অন্যদিকে বিকেলে এক ঘন্টা বাড়ালে আবার সন্ধ্যা হয়ে যায়। সেক্ষেত্রে সকালে আধা ঘন্টা বিকেলে আধা ঘন্টা বাড়ানো যায়।
গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার গনমাধ্যমকে বলেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন তফসিল ঘোষণা করার পরিকল্পনা আছে ইসির। ভোট গ্রহনের সময় বাড়ানোর বিষয়টি ও বিবেচনায় আছে।



