খেলা

আম্পায়ারকে গালি, নাসির-নাজমুলের জরিমানা।

জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আম্পায়ারকে গালি দিয়ে শাস্তি পেয়েছেন রংপুর বিভাগের দুই ক্রিকেটার নাসির হোসেন ও নাজমুল ইসলাম।
নাসিরকে ম্যাচ ফির ২৫ শতাংশ ও নাজমুলকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।
গতকাল ঢাকা বিভাগের বিপক্ষে বোলিংয়ের সময় মেজাজ হারিয়ে আম্পায়ারের সঙ্গে অশোভন আচরণ করেন নাসির ও নাজমুল। রংপুরের অধিনায়ক নাসিরের বিরুদ্ধে অভিযোগ, এলবিডব্লুর আবেদনে সাড়া না দেওয়ায় বদলি আম্পায়ার আসাদুর রহমানকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন তিনি। আর নাজমুলের বিপক্ষে অভিযোগ, তিনি আরেক আম্পায়ার আলী আরমানকে গালি দিয়েছিলেন। দুজনের বিরুদ্ধেই ম্যাচ রেফারির কাছে লিখিত অভিযোগ করেন আম্পায়াররা। তাদের অভিযোগের ভিত্তিতেই দুজনকে জরিমানা করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button