আন্তর্জাতিক

আমন্ত্রণ না পেয়ে ক্ষেপেছেন ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বৈশ্বিক জলবায়ু সম্মেলনে যুক্তরাষ্ট্রের আমন্ত্রণ না পেয়ে ক্ষেপেছেন।

শনিবার (৩ এপ্রিল) একাধিক টুইট বার্তায় নিজের ক্ষোভ প্রকাশ করেন তিনি।

টুইট বার্তায় তিনি লেখেন, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলনে পাকিস্তানকে আমন্ত্রণ না জানানোয় আমি হতবাক! আমার সরকারের পরিবেশ সংক্রান্ত নীতিগুলো জলবায়ু পরিবর্তন রোধে এবং ভবিষ্যত প্রজন্মকে পরিষ্কার ও সবুজ পাকিস্তান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

গ্রিন পাক, ১০ বিলিয়ন গাছের সুনামি প্রকল্প, নদী পরিচ্চন্ন কর্মসূচিগুলো থেকে তারা ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন উল্লেখ করে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পাকিস্তান অন্য দেশকে সহায়তা করতে প্রস্তুত।

Related Articles

Leave a Reply

Back to top button