
আন্তর্জাতিক
আফগানিস্তানে সংঘর্ষে বহ মার্কিন সেনা হতাহত
আফগানিস্তানে মার্কিন ও আফগান সেনাদের একটি যৌথ বাহিনীর অভিযান চলাকালে হতাহত হয়েছে বেশ কিছু মার্কিন সেনা। দেশটির পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের সামরিক পোশাক পরিহিত একদল অস্ত্রধারী এ হামলা চালায়।
হামলাকারীরা আফগান সেনা দলের সদস্য নাকি সেনাদের পোশাক পরে বহিরাগত কেউ এই গুলি চালিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
এএফপির খবরে বলা হয়েছে হেলিকপ্টারে করে জেলা ভবন থেকে হতাহতদের নিয়ে যাওয়া হচ্ছে।
হতাহতের সঠিক সংখ্যা এখনো জানানো হয়নি।