খেলা

আড়ই দিনেও গেলো না কলকাতা টেস্ট

কলকাতা টেস্টে ইনিংস ও ৪৬ রানে হারলো বাংলাদেশ। কালই বোঝা গিয়েছিলো ম্যাচের পরিণতি। তারপরও আশা ছিলো মুশফিকতো আছে।
আজ ম্যাচের তৃতীয় দিনে মাত্র ৮.৪ ওভার টিকতে পেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ১৯৫ রানে অলআউট হয় তারা। এতে ইনিংস ও ৪৬ রানের ব্যবধানে জয় নিয়ে দুই ম্যাচের সিরিজও কোহলিরা জিতে নিল ২-০ ব্যবধানে।
৬ উইকেটে ১৫২ রান নিয়ে আগের দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। ৫৯ রানে অপরাজিত ছিলেন মুশফিক। আজ তার সঙ্গে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি এবাদত হোসেন। এ পেসারকে তুলে নেন উমেশ যাদব। মুশফিক এরপরই হাত খুলে খেলতে শুরু করেন। ৭৪ রানে তুলে মরতে গিয়ে তিনিও উমেশের শিকার হন। ৯৬ বলের এ ইনিংসে ভালো লড়াই করেছেন বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। আল আমিনকেও তুলে নেন উমেশ। কাল হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়া মাহমুদউল্লাহ আজ ব্যাটিংয়ে নামতেই পারেননি।
এ জয়ে ইডেন গার্ডেনসে একটি রেকর্ডও গড়ল ভারত। ইতিহাসের প্রথম দল হিসেবে টানা ম্যাচে ইনিংস ব্যবধানে জিতল বিরাট কোহলির দল। ভারতের এটি টানা সপ্তম টেস্ট জয়, যা তাঁদের ইতিহাসে এই প্রথম। এ টেস্টে বাংলাদেশের সবগুলো উইকেটই নিয়েছেন ভারতের পেসাররা। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছেন উমেশ যাদব।

Related Articles

Leave a Reply

Back to top button