আজমত উল্লাকে কারণ দর্শানোর চিঠি

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর চিঠি দেবে নির্বাচন কমিশন। তিনি জানান, মনোয়নপত্র জমা দেওয়ার সময় আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে তাকে নির্বাচন কমিশনে সশরীরে এসে ব্যাখ্যা দিতে হবে।
রোববার (৩০ এপ্রিল) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মো. আলমগীর বলেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মন্ত্রী-এমপিসহ সংশ্লিষ্ট সবাইকে আচরণবিধি যথাযথভাবে মানতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি দেওয়া হবে।
সিটি নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনার মো. আলমগীর জানান, এসব এলাকায় আচরণবিধি না মানার প্রবণতা দেখা যাচ্ছে। গণমাধ্যম ও বিভিন্ন সূত্রে তথ্য এসেছে। ইসি থেকে বিজ্ঞপ্তি দেওয়ার পরও প্রার্থী ও তাদের শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আচরণবিধি লঙ্ঘনের প্রবণতা দেখা যাচ্ছে। এজন্য আমরা বসেছি, আলোচনা করে কিছু সিদ্ধান্ত নিয়েছি।
ইসি আলমগীর আরও বলেন, যারা সরকারে থাকেন তাদের ক্ষেত্রে আচরণবিধি ভঙ্গ করার অভিযোগ থাকে। তাদের কাছে দায়িত্বশীল আচরণ আশা করি বেশি। সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে সরকারি দলের দায়িত্ব অনেক বেশি। আমরা সিদ্ধান্ত নিয়েছি- মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি দেবো। যেন যথাযথ কর্তৃপক্ষের সম্মতি নিয়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী সংসদ সদস্য- তাদের যেন অনুরোধ রাখেন আচরণবিধি যেন লঙ্ঘন না করেন।
গাজীপুর সিটি করপোরেশনে ভোট হবে আগামী ২৫ মে। এরপর ১২ জুন খুলনা ও বরিশাল সিটিতে এবং ২১ জুন রাজশাহী ও সিলেট সিটিতে ভোট হবে।



