
আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : অঘটন আর কাকে বলে! এবার লাশবাহী অ্যাম্বুলেন্সেই ঘটল ডাকাতির ঘটনা। অ্যাম্বুলেন্সে থাকা ৯ জনের ওপর সশস্ত্র হামলা হয়।
১০টি মুঠোফোনসহ লক্ষাধিক টাকা লুটে নেয় ডাকাতরা। শুধু তাই নয়, লাশের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করা হয়। ঘটনাস্থল থেকে মাত্র এক কিলোমিটার দূরে থানা ভবন।
দুর্ধর্ষ এই ডাকাতির ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে। শুক্রবার (২৩ মে) রাত ১টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
ভুক্তভোগীরা জানান, নাসিরনগরের পূর্বভাগ ইউনিয়নের মুকবুলপুর গ্রামের সত্তরোর্ধ্ব বয়সী ছবদর আলী ক্যানসারে আক্রান্ত হয়ে ঢাকার মিরপুর আহসানিয়া ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২২ মে) রাতে মারা যান।
রাতে লাশবাহী অ্যাম্বুল্যান্সে তার লাশ বাড়িতে আনা হচ্ছিল। তিলপাড়া এলাকায় ডাকাতদল সড়কে গাছ ফেলে গাড়ির গতিরোধ করে। তারা গাড়ি ভাঙচুর করে লাশের সঙ্গে থাকা নারীসহ ৯ জনকে পিটিয়ে আহত করে। তাদের কাছে থাকা ১০টি মুঠোফোন ও লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়।
নিহতের ছেলে পূর্বভাগ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর মিয়া বলেন, ‘ডাকাতরা টাকা-পয়সা ও মোবাইল ফোন নিয়ে গেছে বলে দুঃখ নাই। কিন্তু আমার মৃত বাবার লাশের ওপর হামলা করেছে ডাকাতরা। এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না।’
নাসিরনগর থানার ওসি মো. খায়রুল আলম জানান, ডাকাতের দলটিকে ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। ওই এলাকাটিতে আগেও ডাকাতির ঘটনা ঘটেছে।