পুঁজিবাজার
অস্থির শেয়ার বাজার।
কোনোভাবেই স্থিতি আসছে না শেয়ারবাজারে। আজও সূচক ও লেনদেন কমেছে দেশের পুঁজিবাজারে। দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান।
বুধবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৪টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে মাত্র ৬৫টির, কমেছে ২৫৯টির, আর ৩০টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪০ পয়েন্ট কমে নেমে আসে ৪ হাজার ৭৮১ পয়েন্টে। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৩২৪ কোটি ৫৭ লাখ টাকা।
সূচক কমেছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৪৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৫৯টির, কমেছে ১৫৯টির, আর ২৯টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ১৫ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।