স্পোর্টেইনমেন্ট

অস্ত্রোপচার করতে ভারত যাচ্ছেন মাশরাফি

এবার বিপিএলে ঢাকার হয়ে খেললেও চোটের কারণে শেষের দিকে ম্যাচগুলো খেলা হয়নি জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। তাই আসন্ন প্রিমিয়ার ক্রিকেট লিগে লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লেখালেও তিনি চিকিৎসার জন্য ভারত যাচ্ছেন। সুস্থ হয়ে ফেরার পরই ঢাকার জনপ্রিয় আসরে অংশ নেবেন।

বুধবার (২ মার্চ) দল বদলের প্রথম দিনে নিজে হাজির হয়ে শেখ জামাল ছেড়ে রূপগঞ্জে নাম লেখান মাশরাফি।

এরপর মাশরাফি জানান, বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে ভারতে যাচ্ছেন তিনি।

তিনি বলেন, আমার ইচ্ছা প্রিমিয়ার লিগ খেলে এরপর চিকিৎসা করানোর। কিন্তু চিকিৎসক চাচ্ছেন আগেই করাতে। এটা এখন মিলিয়ে নিতে হবে। আমার কোমড়ের ডিস্কে অস্ত্রোপচার করাতে হবে। লিগ শুরুর আগে এক মাস সময় পেলে আগেই করাতাম। কিন্তু সেই সময় তো নেই। টেস্ট ক্রিকেট খেলার বাস্তবতা অনেক আগে থেকেই নেই। ২০১৭ সালের শ্রীলঙ্কা সফর দিয়ে ইতি টানেন টি-টোয়েন্টি ক্রিকেট থেকে। ২০২০ সালের মার্চ থেকে ওয়ানডেতেও নেই জাতীয় দলে। তবে ক্রিকেটকে ভালোবেসে যতদিন সম্ভব খেলে যেতে চান ঘরোয়া ক্রিকেট।

চিকিৎসা নিতে পরিবার নিয়ে প্রথমে দিল্লিতে যাবেন তিনি। চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে তার অ্যাপোয়েনমেন্ট নেওয়া ৯ মার্চ। সেখানে ডাক্তার পরামর্শ দিলে কোমড়ের ডিস্কে অস্ত্রোপচার করাবেন মাশরাফি।

Related Articles

Leave a Reply

Back to top button