জাতীয়
অস্তিত্ব সংকটে বিএনপি: তথ্যমন্ত্রী
![](https://newsnowbangla.com/wp-content/uploads/2019/09/20190905_231234.jpg)
জনগনের উপর আস্থা নেই বলেই বিএনপি এখন কূটনৈতিকদের কাছে নালিশ করে নিজেদের অস্তিত্ব ধরে রাখার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।
সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তথ্যমন্ত্রী বলেন, বিএনপির পুরো নাম এখন ‘বাংলাদেশ নালিশ পার্টি-তে পরিণত হয়েছে। দলটির এই অবস্থানকে লজ্জাষ্কর বলেও উল্লেখ করেন তথ্যমন্ত্রী। জিয়াউর রহমানের আমলেই, দেশে ঋণখেলাপী ও নব্য ধনীক শ্রেণীর সৃষ্টি হয়েছিলো। তাই দলটির দেশের ব্যাংকিং সেক্টর আর খেলাপী ঋণ নিয়ে সমালোচনা করা শোভা পায় না বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ।