অন্য খবর

অস্কার মঞ্চে দীপিকা!

কান চলচ্চিত্র উৎসবের পর এবার অস্কারের মঞ্চে, কালো কাঁধখোলা গাউনে নজরকাড়া সাজে দর্শকের মন জয় করে নিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

অস্কারের মঞ্চে কালো পোশাকে দীপিকার ঝলক মুগ্ধ করেছে দর্শকদের।

অস্কারের অনুষ্ঠানে যাওয়ার আগেই ইনস্টাগ্রামের পাতায় ভাগ করে নিলেন তার ‘আউটফিট অফ দ্য ডে’।

দীপিকার পরনে লুই ভিতোঁর কালো রঙের বল গাউন, হাতে কালো গ্লাভস। গলায় কার্টিয়ার সংস্থার হীরার নেকলেসের সঙ্গে পোখরাজের লকেট। হাতে হীরার ব্রেসলেট ও আংটি।

খোলা চুল নয়, মেসি বানেই দীপিকার সাজ ছিল অনন্য! খুব বেশি চড়া মেকআপ নয়, হালকা বেস, ন্যুড লিপস্টিক আর উইঙ্গড আইলাইনার দিয়েই দীপিকা সেরেছেন সন্ধ্যার সাজ! ঠিক যেন আশির দশকের হলিউডের অভিনেত্রীর নজরকাড়া বেশ।

 

Related Articles

Leave a Reply

Back to top button