Leadবিনোদুনিয়া

অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাপ্পী চৌধুরী

চিত্রনায়ক বাপ্পী চৌধুরী ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। রোববার (১ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে যাত্রাবাড়ী ফ্লাইওভারে বাপ্পীর প্রাইভেটকারে সজোরে ধাক্কা দেয় একটি ট্রাক। দুর্ঘটনায় তার গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও, সৌভাগ্যবশত অল্পের জন্য প্রাণে বেঁচে যান এই তারকা।

বাপ্পী জানান, “আমি স্বাভাবিকভাবেই গাড়ি চালিয়ে আসছিলাম। হঠাৎ পেছন থেকে একটি ট্রাক এসে ভয়ঙ্করভাবে ধাক্কা দেয়। এখনো ট্রমার মধ্যে আছি। ভাবতেই শিউরে উঠি—কী হতে পারত!”

দুর্ঘটনার পরপরই স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি আটক করে এবং পরবর্তীতে থানায় একটি মামলা দায়ের করা হয়। এ ঘটনায় বাপ্পীর অনুরাগী, সহকর্মী ও সহশিল্পীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার দ্রুত মানসিক পুনরুদ্ধারের কামনা করছেন।

প্রাণঘাতী এই দুর্ঘটনার খবরের মাঝেই এসেছে নতুন সুখবর—পরিচালক শাহিন সুমনের নতুন সিনেমা ‘কুস্তিগীর’ মুক্তি পাচ্ছে টেলিভিশনে। ঐতিহ্যবাহী বাংলার কুস্তি খেলার পটভূমিতে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে কুস্তিগীর চরিত্রে দুর্দান্ত রূপে দেখা যাবে বাপ্পীকে।

ছবির বিভিন্ন অংশের শুটিং হয়েছে গাজীপুর, কুমিল্লা ও নরসিংদীর লোকেশনে। বাপ্পীর বিপরীতে অভিনয় করেছেন জাহারা মিতু। এছাড়া আরও আছেন মিশা সওদাগর, সাঞ্জু জন, সাবেরী আলম ও সুব্রত প্রমুখ।

দুর্ঘটনার পর ভক্তদের একটাই চাওয়া—বাপ্পী যেন দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে এসে আবার পর্দায় তাদের মাতিয়ে তোলেন।

Related Articles

Leave a Reply

Back to top button