সাহিত্য ও বিনোদন
অমিতাভ পাচ্ছেন দাদাসাহেব ফালকে পুরস্কার।
দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন অমিতাভ বচ্চন। মঙ্গলবার বিগবি-কে শুভেচ্ছা জানিয়ে ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভড়েকর টুইটারে লেখেন, ‘গত দুই প্রজন্মের মানুষের মনোরঞ্জন করেছেন যে লিজেন্ড, তাঁকেই দাদাসাহেব ফালকে সম্মানের জন্য নির্বাচন করা হয়েছে। দেশের প্রতিটি মানুষ খুশি। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন, অমিতজি।’
ভারতীয় সিনেমার জনক দাদাসাহেব ফালকের প্রতি সম্মান জানিয়ে প্রতি বছর ফিল্মজগতের বিশিষ্টদের এই সম্মানে ভূষিত করা হয়। ১৯৬৯ থেকে এই পুরস্কার চালু হয়েছে। সত্যজিৎ রায়, রাজ কাপূর, গুলজার, বিনোদ খন্নার মতো কিংবদন্তীদের এর আগে ওই সম্মান প্রদান করা হয়েছে।
এবার সেই সম্মান পেলেন বিগবি। সেই সত্তরের দশক থেকে আজ অবধি ফিল্মি দুনিয়ায় অবদানের জন্য ভারত সরকার এবারে বেছে নিয়েছে অমিতাভ বচ্চনকে।
সূত্র: আনন্দবাজার