অর্থ বাণিজ্য
অবৈধ শ্রমিক নিয়োগের কারনে বাংলাদেশে অভিবাসন খরচ বেশি: মেরিনা ম্যানকেল
অবৈধ্য শ্রমিক নিয়োগের কারন বাংলাদেশে অভিবাসনের খরচ অত্যাধিক। এটি ভারতের তুলনায় কম্পক্ষে ৭ গুন বেশি। রোববার অাপলিফটিং দা কম্পিটিটিভনেস অফ বাংলাদেশ দো ইথিকাল লেবার প্রেক্টিস ইন সাপ্লাইচেইন শিরোনামে দিনব্যাপি এক কর্মশালায় এমন কথা বলেন ইন্টারন্যাশনাল অরগানাইজেশান ফর মাইগ্রেশনের লেবার মবিলিটি এন্ড হিউম্যান ডেভেলপমেন্টে ডিভিশনের প্রধান মেরিনা ম্যানকেল।
তার মতে বাংলাদেশে শ্রম অাইন থাকলেও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদানে এটিকে অারো স্পষ্ট করা প্রয়োজন। শ্রমবাজারে অাসা অধিকাংশ শ্রমিক কর্মপরিবেশ ও তার প্রাপ্য অধিকার সম্পর্কে জানেনা বলেও মন্তব্য করেন তিনি। এই অবস্থা থেকে উত্তরনের জন্য প্রয়োজনীয় সচেতনতার পাশাপশি অাইন সম্মত অভিবাসন পদ্ধতিকে উৎসাহিত করতে হবে। পাশাপাশি মালিক শ্রমিক প্রশিক্ষনের কথা বলেন তিনি।