জাতীয়লিড স্টোরি
অবৈধ বিদেশিদের বিষয়ে টাস্কফোর্স গঠন

ঢাকা : বাংলাদেশে অবৈধভাবে বসবাসকারী নাগরিকের সংখ্যা বাড়ছে। নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন তারা। এসব বিদেশি নাগরিকদের ব্যাপারে কঠোর হতে যাচ্ছে সরকার। বিদেশি নাগরিকদের ব্যাপারে করণীয় কী হবে সে বিষয়ে টাস্কফোর্স গঠন করেছে অন্তর্বর্তী সরকার।
সোমবার (০৩ ফ্রেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপ-সচিব মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানান।
১১ সদস্য বিশিষ্ট এ কমিটির কর্মপরিধি সম্পর্কে প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিষয়ে গৃহীত কার্যক্রমের সমন্বয় ও পরামর্শ দেবে এ কমিটি।
গঠিত কমিটি এ সংক্রান্ত বিষয়ের ওপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেবে। একই সঙ্গে প্রয়োজনে সুপারিশ প্রণয়ন করতে পারবে।