অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছে আওয়ামী লীগ: ফখরুল
রাজধানীর ক্যাসিনোগুলো চালাচ্ছে আওয়ামীলীগের নেতাকর্মীরা। এখন ধরা পড়ে তারা অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে সামনে যুবদলের মানববন্ধনে তিনি বলেন, অবাধে লুটপাট করে দেশকে শশ্মানে পরিনত করেছে সরকার। এখন নিজেদের দূর্নীতির কল নিজে নিজেই নাড়তে শুরু করেছে বলেও মন্তব্য করেন ফখরুল।
মির্জা ফখরুল বলেন, আপনারা দেখেছেন গত কয়েকদিন ধরে বাংলাদেশে এখন আওয়ামী লীগের লোকেরা, যুবলীগের নেতারা, ছাত্রলীগের নেতারা নিজেরাই প্রমাণ করছেন, দেশের সম্পদ লুট করে নিয়ে যাচ্ছেন। গত কয়েকদিন আগে ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক ধরা পড়লো শেয়ার-ফেয়ার নিতে গিয়ে। সেই শেয়ার আবার এক-দুই কোটি টাকা নয়, ৮৬ কোটি টাকা। মজার ব্যাপার হলো—যার সঙ্গে কথা হলো, অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, তার কথোপকথন এরইমধ্যে মোবাইলে বের হয়ে গেছে। আজকে কী অবস্থায় দেশকে নিয়ে এসেছে আওয়ামী লীগ!
ফখরুল বলেন, ঢাকা শহরে ৬০টি ক্যাসিনোর কথা পত্রিকায় এসেছে। এর প্রত্যেকটি চালাচ্ছে যুবলীগের নেতারা, আওয়ামী লীগের নেতারা। এখন নিজেরা ধরা পড়েছে, অন্যদের আবার দোষ ধরতে চায়। আজকে প্রমাণ হয়েছে—এই সরকার দুর্নীতিকে মদদ দিচ্ছে। আজকে প্রমাণিত হয়ে গেছে—এই সরকার রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণরূপে ব্যর্থ। আজকে প্রমাণিত হয়ে গেছে—গত ১২ বছরে তারাই দেশকে লুটপাট করে শ্মশানে পরিণত করেছে।
দেশের সম্পদ আওয়ামীলীগের নেতাকর্মীরাই লুট করে নিচ্ছে। দূর্নীতিকে প্রতিবাদহীন রাখতে সরকার বিরোধী নেতাকর্মীদের জেলে পুরে রাখছে বলে অভিযোগ করেন বিএনপির মহা সচিব।