Leadজাতীয়শিক্ষা-স্বাস্থ্য

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঢাকা মেডিকেল কলেজ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)। এর জন্য রোববার (২২ জুন) দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তবে পেশাগত এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীরা এর আওতামুক্ত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (২১ জুন) মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢামেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলমের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার থেকে কলেজটির এমবিবিএস ছাত্র-ছাত্রীদের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। এ ছাড়া রবিবার দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

বন্ধের কারণ উল্লেখ করে বলা হয়, ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক ভবন ও হোস্টেলের অবকাঠামোগত দুরবস্থা নিয়ে ছাত্র-ছাত্রীদের দাবির পরিপ্রেক্ষিতে চলমান অচলাবস্থা নিরসনে একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিল ছাত্র-ছাত্রীদের দাবির সঙ্গে একমত পোষণ করে। সেজন্য এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এর সঙ্গে নিয়মিত কাজ করে যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সমস্যা সমাধানে এরইমধ্যে কিছু কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। দৃশ্যমান ফলাফল পাওয়ার টাইম ফ্রেম নিয়ে ছাত্র-ছাত্রীদের যে অনড় অবস্থান রয়েছে সেটিও আমরা অনুধাবন করি। কিন্তু বারবার নোটিশ দেওয়া পরেও এবং বিকল্প আবাসন নিশ্চিত করা হলেও বিভিন্ন ব্যাচের ছাত্রদের অসহযোগিতার কারণে ডা. ফজলে রাব্বি ছাত্রাবাসের মূল ভবনের পরিত্যক্ত ৪র্থ তলা খালি করা সম্ভব হচ্ছে না।

যা তাদের জীবনের জন্য অত্যন্ত হুমকিস্বরূপ। এরই ধারাবাহিকতায় নতুন ব্যাচ কে-৮২ স্বপ্রণোদিত হয়ে অথবা প্ররোচিত হয়ে তাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অরিয়েন্টেশন প্রোগ্রাম বয়কট করেছে, যা ঢাকা মেডিকেল কলেজের জন্য একটি কালো অধ্যায়।

এর আগে, শনিবার সকাল সাড়ে ১০টা থেকে ঢাকা মেডিকেল কলেজের মিলন চত্বরে অবস্থান কর্মসূচি পালন করে একদল শিক্ষার্থী। নিরাপদ ক্যাম্পাস ও আবাসনের পাঁচ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন শেষে ক্যাম্পাসে মিছিল করেন। এ সময় হ্যান্ডমাইক হাতে শিক্ষার্থীরা নানা স্লোগান দেন।

Related Articles

Leave a Reply

Back to top button