Leadচট্রগ্রামজেলার খবর

অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযানে গ্রেফতার ২

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবড়িয়া : অনলাইন জুয়া বা নানা ধরনের বেটিং সাইটের দৌরাত্ম্য বেড়েছে কয়েক গুণ। দেশের প্রত্যন্ত অঞ্চলেও পৌছে গেছে এই অনলাইন জুয়া। এতে নিঃস্ব হচ্ছে যুবক-তরুণেরা। এই জুয়াকে ঘিরে বাড়ছে সংঘবদ্ধ অপরাধ। ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলায় রমরমা হয়ে উঠেছে অনলাইন জুয়া।

জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স দেখিয়ে অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার এহতেশামুল হক। এরই অংশ হিসেবে গেল ২২ জুন বিজয়নগর ও আখাউড়া উপজেলায় অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখার একটি দল।

অভিযানে দেলোয়ার জাহান ঝন্টু (২৫) ও মো. ফাহিম (২৫) নামে অনলাইন জুয়া ও বেটিং চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত হতে জুয়া ও বেটিংয়ের কাজে ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করা হয় । ওই দুজন অনলাইন জুয়া সাইটের স্থানীয় এজেন্ট হিসেবে কাজ করতো ।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া চক্রের সদস্যরা ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন অঞ্চলে এজেন্ট নিয়োগ, মোবাইল ব্যাংকিং ও অন্য ডিজিটাল পেমেন্ট চ্যানেলের মাধ্যমে অর্থ লেনদেনের ব্যবস্থা করতো। এ ছাড়া বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও ম্যাসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যবহারকারীদের জুয়ায় অংশ নিতে প্রলুব্ধ করতো। গ্রেফতার হওয়া দুই আসামি দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।

অনলাইন জুয়ার আখড়া বিজয়নগর ও আখাউড়ায়
ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে বিজয়নগর উপজেলায় সবচেয়ে বেশি অনলাইন জুয়া ও বেটিংয়ের রমরমা বাণিজ্য চলে। বিজয়নগরে শক্তিশালী একটি চক্র কাজ করছে। ওই এলাকার সিংগারবিল বাজারে মানিক সুমন ও পূর্ব পাড়ার ইমনের নেতৃত্বে অনলাইন জুয়া চলছে দেদার।

এ ছাড়াও মেরাশানীর রোমান, জসিম খা ও বাবু, নোয়াবাদির ফয়সাল ও মোশারফ, চাউড়া দৌলত বাড়ির এমরান, হাটখোলার কেফায়েত উল্লাহ, শ্রীপুরের মামুন ও চম্পকনগর বাজারে মহসিন অনলাইন জুয়া ও বেটিং চক্রের অন্যতম হোতা।

এদিকে বিজয়নগর উপজেলার বিষনপুর রানওয়ে বাজার, আউলিয়া বাজার, ইসলামপুর, পাওনের নোয়াগাও, সাতবর্গ, চান্দুরা এবং আখাউড়া উপজেলার আজমপুর, আমোদাবাদসহ প্রতিটি এলাকায় চলছে অনলাইন জুয়ার রমরমা বাণিজ্য।

Related Articles

Leave a Reply

Back to top button