অনলাইন ক্যাসিনোর মূল হোতা সেলিম প্রধান গ্রেপ্তার।

অনলাইন ক্যাসিনোর মূল হোতা সেলিম প্রধান নামের এক ব্যবসায়ীকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককে যাওয়ার কথা ছিল সেলিম প্রধানের। বিকাল ৩টার দিকে তাকে ফ্লাইট থেকে নামিয়ে আনা হয়। অনলাইন ক্যাসিনো চালানো এবং অর্থপাচারের অভিযোগ পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সেলিম প্রধান ‘প্রধান গ্রুপ’ নামে একটি ব্যবসায়ী গ্রুপের চেয়ারম্যান। এই গ্রুপের অধীনে পি২৪ গেইমিং নামের একটি কোম্পানি আছে, যাদের ওয়েবসাইটেই ক্যাসিনো ও অনলাইন ক্যাসিনো ব্যবসার তথ্য রয়েছে।
গ্রেফতারের পর সেলিম প্রধানের গুলশানের বাসায় অভিযান চালাচ্ছে র্যাব। গুলশানের দুই নম্বর অ্যাভিনিউয়ের ৯৯ নম্বর সড়কের ১১/এ নম্বর বাসায় সোমবার রাত ১০টার দিকে অভিযান শুরু করা হয়। এই বাসাতেই সেলিম পি২৪ গ্যাম্বলিং নামে অনলাইন ক্যাসিনো চালাতো। র্যাবের এক কর্মকর্তা বলেন, ‘অনলাইন ক্যাসিনোর বাংলাদেশের কান্ট্রি প্রধান সেলিম। তাকে দীর্ঘদিন ধরে নজরদারিতে রাখা হয়েছিল। এছাড়া টেন্ডারবাজি ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। চারদলীয় জোট সরকারের সময় তারেক রহমান ও তার ব্যবসায়িক অংশীদার গিয়াস উদ্দিন আল মামুনের ঘনিষ্ঠ ছিল সেলিম।’